আমরা যারা নানা কারণে ওয়েবসাইট তৈরি করি তাদের মনে সবসময় একটা প্রশ্নই তৈরি হয় যেটা হলো বাংলাদেশের সেরা হোস্টিং কম্পানি কোনটি বা কোনগুলো। কারণ আমরা অনেকেই প্রথম দিকে লোভে পড়ে কম টাকায় হোস্টিং কিনে আমাদের ওয়েবসাইট কে এক অনিশ্চিত ভবিষ্যৎের দিকে ঠেলে দিই। তাই আজ কথা বলবো বাংলাদেশের সেরা হোস্টিং প্রোভাইডার সম্পর্কে যাতে এর পর থেকে আমরা ভালো কম্পানি থেকে হোস্টিং কিনতে পারি।
অনেকেই বলে থাকে বাংলাদেশে যতগুলো ওয়েবসাইট আছে তার থেকে বেশি ডোমেইন হোস্টিং প্রোভাইডার আছে। কথা টা হাস্যকর হলেও অনেকাংশই সঠিক। কারণ বাংলাদেশে অনেক হোস্টিং কম্পানি আছে। যারা একদম নতুন তারা মার্কেটে এসেই অফার দেয় মাত্র ১৯ টাকায় হোস্টিং, আমরা এই দিব, আমরা সেই দিব কিন্তু যখন তারা কোনো সমস্যায় পড়ে তখন তাদের ক্লায়েন্ট দের কথা না ভেবে একেবারে হাওয়া হয়ে যায়।
তাই আজ আপনাদের সামনে বাংলাদেশের সেরা হোস্টিং কম্পানি গুলোর নাম তুলে আনবো। যেগুলো থেকে হোস্টিং নিলে আপনি ভালো সার্ভিস পাবেন।
কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।
বাংলাদেশের সেরা হোস্টিং কম্পানি
এই তালিকায় আমি এমন কিছু কম্পানির নাম তুলে ধরার চেষ্টা করবো যারা দীর্ঘ কাল ধরে সার্ভিস দিয়ে আসছে এবং তাদের থেকে হোস্টিং নিলে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নেই।
আমার হোস্টার
আমার হোস্টার ডট কম দীর্ঘ কাল যাবৎ বাংলাদেশের সেরা হোস্টিং কম্পানি হিসেবে পরিচিত। আমারহোস্টার ২০১৮ সালে তাদের কার্যক্রম শুরু করে এবং এখন পর্যন্ত সাফল্যের সাথে তাদের ক্লায়েন্ট দের সার্ভিস দিয়ে আসছে।
আমার হোস্টার এর হোস্টিং প্যাকেজ গুলো
আমারহোস্টারে রয়েছে ওয়েবসাইট মালিকদের জন্য দারুণ দারুণ সব প্যাকেজ। নিচে তাদের হোস্টিং প্যাকেজ গুলো তালিকা দেওয়া হলো।
১/ PPU ক্লাউড হোস্টিং
২/ প্রিমিয়াম হোস্টিং
৩/ বাজেট হোস্টিং
৪/ সিপ্যানেল রিসেলার হোস্টিং
৫/ VPS হোস্টিং
৬/ BDIX হোস্টিং
৭/ হোস্টিং বান্ডেল ফ্রি ডোমেইন
৮/DMCA ইগনোরেড হোস্টিং
এসব প্যাকেজ নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
PPU ক্লাউড হোস্টিং
আমরা সকলেই পোস্ট পেইড সিম ব্যবহার করেছি বা এ ধরনের সিমের নিয়ম জানি। এসব সিমে টাকা তুলে কথা বলা বা ডেটা কিনতে হয় না। আপনাকে আপনার প্যাকেজ অনুযায়ী নিদিষ্ট পরিমাণে একটা এমাউন্ট খরচ করতে দেওয়া হবে।
ধরুণ আপনি আপনার প্যাকেজ অনুযায়ী ১০০ টাকা খরচ করতে পারবেন কিন্তু সেখান থেকে এক মাসে আপনি ৫০ টাকা খরচ করলেন তাহলে মাস শেষে আপনাকে তারা ফোন দিয়ে সেই ৫০ টাকা বিল পরিশোধ করতে বলবে।
আপনি যদি বিল পরিশোধ করেন তাহলে আবার পরের মাসে ১০০ টাকা খরচ করতে পারবেন।
আর এই পোস্ট পেইড সিমের মতোই আমার হোস্টার নিয়ে এসেছে Pay Per Use(PPU) ক্লাউড হোস্টিং।
আরো পড়ুনঃ
What is Web Hosting | Where to Buy Web Hosting
ইন্টারনেট কি | ইন্টারনেট কিভাবে কাজ করে
আমরা সবাই জানি ক্লাউড হোস্টিং সার্ভিসের দিক থেকে ভালো হয়ে থাকে আর আমার হোস্টার সেই সার্ভিসকে আরো ভালো করতে এর সাথে PPU সিস্টেম টি চালু করেছে।
আপনি যখন নতুন অ্যাকাউন্ট করে ক্লাউড হোস্টিং নিবে তখন আপনাকে অন্যান্য প্যাকেজের মতো অগ্রিম কোনো টাকা পে করতে হবে না।
হোস্টিং নেওয়ার এক মাস পর আপনাকে একটি Invoice পাঠানো হবে যে আপনি গত মাসে কি কি ব্যবহার করছেন এবং এজন্য আপনাকে কত টাকা পে করতে হবে।
বিষয়টা অনেকের কাছেই একেবারে নতুন কারণ আমার হোস্টার হলো বাংলাদেশের প্রথম কম্পানি যারা এই সিস্টেম টি চালু করেছে।
আমার হোস্টার কে বাংলাদেশের সেরা হোস্টিং কম্পানি হিসেবে ধরার এটিও একটি কারণ হতে পারে।
প্রিমিয়াম হোস্টিং
আপনার বাজেট যদি অনেজ বেশি থাকে তাহলে আপনি আমার হোস্টার এর প্রিমিয়ার প্যাকেজটি নিতে পারেন। তাদের এই প্যাকেজটি মাত্র ৪০০ টাকা/মাস থেকে শুরু।
বাজেট হোস্টিং
নতুনদের জন্য এই প্যাকেজটি সেরা কারণ এই প্যাকেজের মাধ্যমে অনেক কম মূল্যেই হোস্টিং কিনতে পারবেন। এই প্যাকেজটি ১২৫ টাকা থেকে শুরু।
সিপ্যানেল রিসেলার
আমরা অনেকেই নিজের একটি হোস্টিং কম্পানি দিতে চাই কিন্তু বেশি বাজেট না থাকার তা সম্ভব হয়ে উঠে না। তারা এই রিসেলার হোস্টিং নিয়ে ব্যবসা শুরু করে দিতে পারেন।
এই প্যাকেজটি মাত্র ২০০ টাকা/ মাস থেকে শুরু।
VPS হোস্টিং
আপনি প্রোফেশনালি কাজ করার জন্য VPS হোস্টিং নিয়ে কাজ করতে পারেন।
BDIX হোস্টিং
আপনার সাইটের সকল ভিজিটর বা ক্লায়েন্ট যদি বাংলাদেশি হয় তাহলে আপনি এই প্যাকেজের হোস্টিং নিয়ে কাজ শুরু করতে পারেন।
হোস্টিং বান্ডেল ফ্রি ডোমেইন
এই প্যাকেজে হোস্টিং কিনলেই সাথে .Com বা .Xyz ডোমেইন পাবেন একদম ফ্রি।
এই প্যাকেজটি মাত্র ১৫০০ টাকা/ বছর থেকে শুরু।
আমার হোস্টার এর সার্ভিস
১/ আমার হোস্টার টিম সব সময় তাদের গ্রাহকদের সমস্যা সমাধান করার জন্য সব সময় প্রস্তুত থাকে। আপনি সপ্তাহের ৭ দিন ২৪ ঘন্টা তাদের লাইভ চ্যাট,ফেসবুক পেইজ ও সরাসরি ফোন কলের মাধ্যমে তাদের সাথে কথা বলতে পারবেন।
২/ আমার হোস্টার হলো বাংলাদেশের প্রথম কম্পানি যারা ডোমেইন হোস্টিং কম্পানি হিসেবে নিজেদের মোবাইল এপ নিয়ে এসেছে। যেটা প্লে স্টোরেও পাওয়া যায়।
৩/ হোস্টিং এর পাশাপাশি আমার হোস্টার ডোমেইন ও বিক্রি করে থাকে। তারা বেশিরভাগ সময় ডোমেইন এর প্রোমো অফার দিয়ে থাকে। আপনি তাদের ওয়েবসাইট চেক করে আসতে পারেন।
তাই বলা যায় আমারহোস্টার হলো বাংলাদেশের সেরা হোস্টিং কম্পানি।
বিঃদ্রঃ আমার হোস্টার ছাড়াও আরো কিছু কম্পানি আছে যারা অনেক ভালো সার্ভিস দিয়ে থাকে।
এদের মধ্যে আইটি নাটহোস্টিং, জেনন বিডি, পুতুলহোস্ট সেরা।
আপনি চাইলে এদের থেকেও হোস্টিং নিয়ে ওয়েবসাইট তৈরি করতে পারেন।
উপসংহার
প্রিয় ভিজিটর, আজ এই আর্টিকেল এ আমি বাংলাদেশের সেরা হোস্টিং কম্পানি গুলো নিয়ে কথা বলার চেষ্টা করেছি। আশা করি আপনি এদের থেকে হোস্ট নিয়ে অনেক ভালো সার্ভিস পাবেন।
এদের বিষয়ে যদি আপনার আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
Deprecated: str_contains(): Passing null to parameter #1 ($haystack) of type string is deprecated in /home/ridoyhas/blog.ridoyhasanalif.com/wp-includes/comment-template.php on line 2681